সোনারগাঁওয়ে ছাত্রলীগের মামাতো ভাইকে সমন্বয়ক বানানো হবে না
সোনারগাঁওয়ে ছাত্রলীগের মামাতো ভাইকে সমন্বয়ক বানানো হবে না
লাইভ সোনারগাঁও ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নাজিমুদ্দিন ভূইয়া কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মহিবুল্লাহ প্রধান বলেন, ৫ তারিখের পরে গায়বীভাবে কিছু সমন্বয়ক তৈরি হয়েছে সোনারগাঁয়। আবার তারা আওয়ামী লীগের দোষর হয়ে তারা অপকর্ম করতে চায়। তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যাগ লাগিয়ে আর স্বৈরাচার করতে দেয়া হবে না। সোনারগাঁওয়ে ছাত্রলীগের কোনো মামতো ভাইকে সমন্বয়ক পদে আনা যাবেনা। সে ছাত্রলীগের সভাপতি আর সাধারণ সম্পাদকের সঙ্গে ছবি তোলে বলে ছবিতো তোলাই যেতে পারে। আপনি যে ছাত্রলীগের দোষর, আ’লীগের দোষর সোনারগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা জেনে গেছে। ছাত্রলীগের দোষররা যদি ভাবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ট্যাগ লাগিয়ে আসে তাহলে ভুল।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সংলগ্ন সোনারগাঁও প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনে এসব কথা বলেন।
বক্তব্যে আরও বলেন, ৫ আগষ্টের পর যখন দেশ স্বাধীন হলো তখন সোনারগাঁওয়ে কিছু বড় ভাইয়ের আগমন হলো। আমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই কিন্তু তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোষ্টেট একজন নেতা তা আমরা জানতে পেরেছি। তুমিও তোমার সাঙ্গপাঙ্গরা আওয়ামী লীগের দোষর, তোমরা কায়সার হাসনাতের সাঙ্গোপাঙ্গ। আড়াইহাজারের নজরুল ইসলাম বাবুর সঙ্গে দেখি তোমার ছবি নৌকা মার্কার ভোট চাওয়া ছবি। তুমি বলো তুমি সাধারন শিক্ষার্থী। যদি তোমাকে সাধারণ শিক্ষার্থীর নাম ভাঙ্গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে দেখি। সেদিন তোমাদেও প্রতিহত করা হবে। বিক্ষোভ সমাবেশে আরেক শিক্ষার্থী মোবাশ্বিও হোসাইন বলেন, নতুন প্রত্যাশা নিয়ে সুন্দর ও সুশীল সোনারগাঁও গড়ার লক্ষ্যে ছাত্ররা সাধারণ মানুষের পাশে আছে। সোনারগাঁওয়ে যেনো দ্বিতীয় স্বৈরাচার তৈরি না হয় সে বিষয়ে জনগনকে সতর্ক থাকার আহবানও জানান তিনি। নারায়ণগঞ্জ সরকারি তোলারকম কলেজের শিক্ষার্থী রকিবুল ইসলাম হিমেলের সঞ্চালনায় এবং একই কলেজের শিক্ষার্থী মোমেন হাসান প্রান্ত’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, হাসিবা হাসনাত সামিয়া, মোহাম্মদ মুরাদ মাহফিজ, ফয়সাল হোসেন, জহিরুল ইসলাম ইমন, সিফাত, মহিবুল্লা ও ইব্রাহিম খলিলসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনের মুখে অবসান হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামল। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন দলটির সভানেত্রী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন করতে নেমে শেষ পর্যন্ত সরকারের পদত্যাগের একদফা দাবি বাস্তবায়ন করতে প্রাণ হারায় বহু ছাত্র-জনতা। এ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ নামের ছাত্র সংগঠনটির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই নানাধরণের অভিযোগ উঠেছে।