spot_img
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
spot_img

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত

spot_img

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কামাল হোসেন ওরফে আসিফ ইকবালের (৫০) নারয়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার গোহাট্টা গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।

গত বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত থাকার সময় স্থানীয় ডাকাত দল হানা দিলে পালানোর সময় হামলা চালিয়ে তাকে হত্যা করে।

নিহতের বড় ভাই মহসিন মিয়া জানান, আমার ছোট ভাই কামাল দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করে আসছিলেন। গত বুধবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাত দল তার হাত-পা বেঁধে নগদ টাকা ও দোকানে থাকা মালামাল লুট করে এবং তার মাথা-মুখমন্ডলসহ কালো রংয়ের পলিথিন দিয়ে গলা পর্যন্ত আটকিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় সোনারগাঁওয়ের এক প্রবাসী নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

spot_img

সম্পরকিত প্রবন্ধ

সাম্প্রতিক প্রবন্ধসমূহ

spot_img
spot_img