লাইভ সোনারগাঁও ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় ফরেষ্ট চেক পোস্ট কর্মকর্তারা তিন লাখ টাকার সেগেুন কাঠসহ একটি ট্রাক আটক আটক করেছে।
সোনারগাঁও আষাড়িয়ারচর ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন ও আমিরুল হাছান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চোরাই কাঠ ভর্তি ট্রাকটি ঢাকা যাওয়ার সময় গত শনিবার রাত ৮টার দিকে পিরোজপুর এলাকায় আটক করা হয়।
জানা গেছে, চোরাই কাঠ ভর্তি ট্রাকটি ত্রিপল বাধা অবস্থা দেখে তাদের সন্দেহ হয়। এ সময় গাড়ীটি থামালে চালক ও হেলাপার দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে তিন লাখ টাকার চোরাই কাঠ করে ও ট্রাকটি আটক করা হয়।
প্রকাশক ও সম্পাদক : আবদুস ছাত্তার প্রধান
বার্তা প্রধান : আরাফাত হোসেন সিফাত
সোনারগাঁও শপিং কমপ্লেক্স (৪র্থ তলা)
মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
মোবাইল : 01682557154- 01819198533
ই-মেইল : livesonargaon@gmail.com
Copyright © 2024 লাইভ সোনারগাঁও. All rights reserved.