লাইভ সোনারগাঁও ২৪ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা মোড় ইয়াসিনের বিরিয়ানি দোকানের ভেতর থেকে শুক্রবার রাত সাড়ে নয় টার দিকে সময় দুই মাদক কারবারিকে ৩৬০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো কুমিল্লা মেঘনা উপজেলার আলগী এলাকার আব্দুর রবের ছেলে রনি, সে পিরোজপুর ইউনিয়ন ঝাউচর গ্রামের শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া। অপরজন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার আব্দুল জাহেরের ছেলে মোঃ রবিন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন জানান, রনি ও রবিন নামের দুই মাদক কারবারিকে ৩৬০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল শনিবার আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।