spot_img
শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
spot_img

রূপগঞ্জে ময়লার স্তুপে মিলল জীবিত নবজাতক!

spot_img

 

লাইভ সোনারগাঁও ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাগাড় থেকে ব্যাগ মোড়ানো এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ মার্চ) রাত
সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল- আড়াইহাজার সড়কের হোরগাঁও এলাকার সিরাজ মিয়ার বাড়ির পাশ থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রাতে সড়কের পাশের ভাগাড়ে কান্নার শব্দ শুনে স্থানীয়রা সেখানে যায়। পরে কাপড়ের ব্যাগ মোড়ানো শিশুটিকে উদ্ধার করেন তারা। সকালে গোলাকান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে শিশুটিকে চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন জানান, রাত সাড়ে ১১টার দিকে সড়কের পাশের ময়লার ভাগাড়ে কান্না শুনতে পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। পরে ইউএনওর সহযোগিতায় শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, জন্মের পর থেকে কোনো খাবার পায়নি। মাথার পিছনে ও একটি পায়ে ইনফেকশন হয়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক জানান, উদ্ধারের পর শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মাতুয়াইল মা ও শিশু ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।

spot_img

সম্পরকিত প্রবন্ধ

সাম্প্রতিক প্রবন্ধসমূহ

spot_img
spot_img