সোনারগাঁওয়ে দুই লাখ টাকার অবৈধ চোরাই কাঠসহ পিকআপ আটক
লাইভ সোনারগাঁও ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর বন বিভাগের চেকপোষ্টে অবৈধভাবে প্রায় দুই লাখ টাকার চোরাই গজারির বল্লি পাচার কালে পিকআপ ভ্যানসহ আটক করেছে বন কর্মকর্তারা।
গতকাল সোমবার ভোরে (ঢাকা মেট্রো অ-১১-২৮৪৩) পিকআপটি ত্রিপল দিয়ে ঢেকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে আটক করা হয়।
সোনারগাঁও বন বিভাগ চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অবৈধ চোরাই কাঠ বোঝায় করে পিকআপটি ৬৬ পিছ গজারির বল্লি যার মূল্য প্রায় দুই লাখ টাকা নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এ সময় তিনি ও অন্যান্য বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এস এম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করে ১৯২৭ সালের বন আইনের ২০০০ সালে সংশোধিত ৫২ (১) ধারা অনুযায়ী গাছসহ পিকআপ ভ্যানটি মালামাল জব্দ দেখিয়ে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয়া হয়।