spot_img
শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
spot_img

সোনারগাঁওয়ে ঘুড়ি উৎসবে দমদমা বয়েজ ক্লাবের বিজয়।

spot_img

লাইভ সোনারগাঁও ২৪ ডেস্ক:
এসো উড়াই ঘুড়ি বাংলার ঐতিহ্য লালন করি-এই স্লোগানকে সামনে রেখে উদযাপিত হয়েছে ঘুড়ি উৎসব
সোনারগাঁয়ে মোগরাপাড়ায় মদনপুর বনাম দমদমা বয়েজ ক্লাবের উদ্যোগে মহান ২১ শে ফেব্রয়ারী উপলক্ষে মঙ্গলবার বিকালে ৪ ঘটিকায়
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মোগড়াপাড়া ইউনিয়নের দলদার এলাকায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান রক্সি, বিশেষ অতিথি ছিলেন আবির আহমেদ ও রাজু আহমেদ।

প্রতিযোগীতায় লাল দল বনাম কালো দল অংশ নেন প্রত্যোক দলে ১০ জন করে খেলোয়ার অংশ গ্রহন করে মদনপুর কালো দলকে হারিয়ে দমদমা বয়েজ ক্লাব ১ ম পুরষ্কার ৩২” এলইডি টিভি লাভ করেন। মদনপুর ২ য় পুরষ্কার হিসেবে একটি ছাগল লাভ করেন।

এ উৎসব যুগ যুগ ধরে বহন করে চলছে নারায়নগঞ্জের সোনারগাঁও মূলত পৌষ সংক্রান্তি বা শীতের আমেজে এই খেলার প্রচলন রয়েছে।
বাহারি রঙের কাগজ, পলিব্যাগ ও বাঁশের অংশবিশেষ দিয়ে তৈরি হয় এসব ঘুড়ি। সঙ্গে থাকে বাহারি রঙের নাটাই। এ ছাড়া নাটাই ও ঘুড়িতে সংযোগ করা হয় বাহারি রঙের সুতা। সেসব সুতার মধ্যে রক সুতা, ডাবল ড্রাগন, কিংকোবরা, ক্লাক ডেবিল, ব্লাক গান, ডাবল গান, সম্রাট, ডাবল ব্লেট, মানজা, বর্ধমান, লালগান ও টাইগার অন্যতম।

খেলা শেষ প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

spot_img

সম্পরকিত প্রবন্ধ

সাম্প্রতিক প্রবন্ধসমূহ

spot_img
spot_img