spot_img
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_img

সোনারগাঁওয়ে ভুয়া এমবিবিএস ডাক্তার নয়ন আটক

spot_img

সোনারগাঁওয়ে ভুয়া এমবিবিএস ডাক্তার নয়ন আটক

লাইভ সোনারগাঁও ২৪ ডেস্ক:

নারায়ণপগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ অভিযানে নয়ন (৩৩) নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ মে) বিকেল ৩ ঘটিকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ মো: মোশারফ হোসেনের যৌথ তত্ত্বাবধানে উপজেলার কদমতলী গ্রাম থেকে নুরুল আমিনের ছেলে মোঃ জানে আলম নয়নকে তার নিজস্ব চেম্বার “আম্বিয়া মেডিকেল হল”থেকে আটক করে পুলিশ হেফাযত নেয়া হয়। মামলার এজহার সূত্রে জানা যায়, নয়ন ভুয়া পদবী ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ কদমতলী ধন্ধীবাজার এলাকায় মেডিকেল প্রাকটিস করে আসছিলেন। প্রতারক নয়ন বন্দর উপজেলায় তার চাচার ফার্মেসিতে সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করার পর নিজের এলাকায় গিয়ে নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ বলে প্রচার করেন এবং রোগী দেখা শুরু করেন। তিনি এমবিবিএস(এ.এম), এম.ডি (অল্টা মেডিসিন), ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, এমপিএইচ (আরসিএইচ), আরটিএসএস (ডিইউ), আইসিইউএইচসি (আইসিডিডিআর,বি), পিজিসিসি ( ইসিডি-সি) ভুয়া ডিগ্রী/পদবী ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন রকম অনুমোদন ব্যাতিরেকেই মা ও শিশু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মেডিসিন, চর্ম-যৌন (সেক্স) ও ব্যথা রোগে অভিজ্ঞ পরিচয় দিয়ে নিজ বাড়িতে “আম্বিয়া মেডিকেল হল” নামে একটি চেম্বার খুলে নিয়মিত রোগী দেখছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম বলেন, প্রতারক চিকিৎসক প্র্যাকটিসের স্বপক্ষে কোন প্রকারের বৈধ কাগজপত্রাদি দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমান আদালত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন- ২০১০ এর ২৯ ধারা মোতাবেক ১ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। যার মামলা নং-৩১/২৩

spot_img

সম্পরকিত প্রবন্ধ

সাম্প্রতিক প্রবন্ধসমূহ

spot_img
spot_img