spot_img
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_img

সোনারগাঁওয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী হত্যাকারী আসামী স্বামী সাইদুর গ্রেফতার

spot_img

সোনারগাঁওয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী হত্যাকারী আসামী স্বামী সাইদুর গ্রেফতার

আরাফাত হোসেন সিফাত:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার আসামী ঘাতক স্বামী সাইদুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে কক্সবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ঘাতক সাইদুর রহমান উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের নুরুল ইসলাম প্রধান ওরফে সুধার ছেলে।

প্রায় ১৫ বছর আগে আঁখির আক্তারের সঙ্গে তার বিয়ে হয় এবং বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সস্তান রয়েছে। সাইদুর মাদকাসক্ত এবং বিয়ের পর থেকেই স্ত্রী পরকীয়ায় জড়িত সন্দেহে প্রায়ই আঁখির সঙ্গে কলহ লেগেই থাকতো। এরই জের ধরে গত ২ ফেব্রæয়ারী রাত আনুমানিক ১০টার দিকে আঁখির হাত-পা লোহার শিকল দিয়ে বেঁধে দুই ছেলের সামনেই লোহার হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাতে করে রক্তাক্ত জখম করে।

এ সময় তাদের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে সাইদুর দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করে।

পরের দিনে আঁখি আক্তারের পিতা ইব্রাহীম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে।

 

 

spot_img

সম্পরকিত প্রবন্ধ

সাম্প্রতিক প্রবন্ধসমূহ

spot_img
spot_img